Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

অনেক কম খরচে সেবা দেওয়া হয়

                 

সাতানী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

 

তথ্য কেন্দ্রের সেবা সমূহঃ               (ইউনিয়ন তথ্য কেন্দ্রে কম খরচে সেবা প্রদান করা হয়)

 

 ছবি দেখে দেশ-বিদেশে কথা বলা যায় ও মোবাইল টু মোবাইল কথা বলা যায়।

বিয়ে, জন্ম দিন ও অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রজেক্টর ভাড়া দেওয়া হয়।

 স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল পরীক্ষার ফলাফল ইন্টারনেটের মাধ্যমে জানা যায় ।

কম্পিউটারের মাধ্যমে বাংলা  এবং ইংরেজী টাইপ করা হয় ।

লেমেনেটিং।
স্কানিং।

ইন্টারনেট ব্রাউজ।

ফ্লেক্সিলোড, আই টপ আপ, ইজিলোড।

ইংরেজিতে চেয়ারম্যান সার্টিফিকেট ও জন্ম সনদ করা হয়।

 ই-মেইলের সাহায্যে পাসপোর্টের কপি, ছবি ও অন্যান্য কাগজপত্র দেশ-বিদেশে পাঠানো হয় এবং রিসিভ করা হয়।

 ইত্যাদি।

 

পরিচালনায়ঃ মোঃ শামীম মিয়া                                                                                চেয়ারম্যান

মোবাইলঃ ০১৯১৮১৯০৭৫৬, ০১৬৮৬৮২২৯৩৫                                                                  দেলোয়ার হোসেন

ই-মেইলঃ shamim_shadi2001@yahoo.com অথবা shamimshadi221@gmail.com     ১নং সাতানী ইউনিয়ন পরিষদ

ভিডিও কলের জন্যঃ shamimshadi(Skype)                                                                      উপজেলা-তিতাস, কুমিল্লা।