Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিষ্টেমে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি
Details

 

ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমের (ডিসিএমএস) আপগ্রেডেশনের কার্যক্রম সম্পন্ন হয়েছে । আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিভাবে দুঃখিত। লগইন করার পর আপনাদেরকে প্রথমে প্রোফাইল আপডেট করে সংরক্ষন করতে হবে । এরপরে ই-সেবা মেন্যুর ই-সেবা সংযুক্ত অপশন থেকে সেন্টার থেকে প্রদত্ত সেবাগুলো নির্বাচন করে সংরক্ষন করতে হবে । তারপরে প্রতিবেদন আপলোড মেন্যুর প্রতিবেদন দাখিল অথবা এক্সেল টেম্পলেট ডাউনলোড এর যেকোন অপশন থেকে রিপোর্ট আপলোড করতে পারবেন । এক্সেল টেম্পলেটে রিপোর্ট আপলোডের সময় পুরুষ/মহিলা এবং সেবার নাম ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে । আপনাদের সকলের ইউজার আইডি একই থাকবে শুধু পাসওয়ার্ড রিসেট করা হয়েছে। আপনাদের সকলের পাসওয়ার্ড  dcms123। এরপরেও কোন সমস্যা হলে আমাকে ই-মেইল (anupamhasan1@gmail.com) করে জানাবেন ।আপনাদের সুবিধার জন্যে প্রোফাইল আপডেট এবং ই-সেবা সংরক্ষনের পদ্ধতিটির ম্যানুয়াল সংযুক্তিতে দিয়ে দিলাম । প্রোফাইল আপডেট করে সংরক্ষণ করা না গেলে কম্পিউটারের ক্যাস পরিষ্কার (Clear) করার অনুরোধ করছি।  

ডিসিএমএস লিঙ্কঃ http://dcms.e-service.gov.bd/

 

সূত্র: মোঃ অনুপম হাসান মিঞা স্যারের ব্লগ পোস্ট
http://uiscbd.ning.com/profiles/blogs/5681065:BlogPost:2173265

Attachments
Publish Date
26/06/2016